Site icon Jamuna Television

কোপা ফাইনাল: দু’দলের একাদশে কারা

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। সোমবার (১৫ জুলাই) সকাল ৬টায় ফ্লোরিডার উপকণ্ঠে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো, ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, মেসি, জুলিয়ান ও ডি মারিয়া।

কলম্বিয়া একাদশ: ভার্গাস, আরিয়াস, কুয়েস্তা, সানচেজ, মোজিকা, রিওস, লারমা, আরিয়াস, রদ্রিগেজ, ডিয়াজ ও কর্ডোবা

উল্লেখ্য, দুদলের মোট ৪২ বারের দেখায় ২৫ বার জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জয় পেয়েছে কলম্বিয়া। ড্র হয়েছে ৮টি ম্যাচ। সবশেষ ৫ বারের দেখায় ২ বার জিতেছে আলবিসেলেস্তেরা। ড্র হয়েছে সমান সংখ্যক ম্যাচ। কলম্বিয়া জিতেছে একটিতে।

/এমএইচআর

Exit mobile version