Site icon Jamuna Television

যমুনার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, ভাঙন আতঙ্কে নদীপারের মানুষ 

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ: 

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। বানের জলে নষ্ট হওয়া ঘরবাড়ি ঠিক করতে হিমসিম খেতে হচ্ছে ক্ষতিগ্রস্থদের। সিরাজগঞ্জ সদর, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরে দেখা দিয়েছে ব্যাপক নদীভাঙন।

সোমবার (১৫ জুলাই) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে গত ১২ ঘন্টায় ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। অপরদিকে, কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্ট ১৮ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। 

এদিকে, তিন দিন পানি কমার পর আবারও যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছিল। বন্যায় গবাদিপশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে জেলার প্রায় ৫০ হাজার গবাদি পশু। নিজেদের চেয়ে গবাদি পশুর খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন বন্যাদুর্গতরা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, জেলার দুইটি পয়েন্টে আবারও পানি কমতে শুরু করেছে। পানি কমলেও একটি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে এ মৌসুমে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

/এএস  

Exit mobile version