Site icon Jamuna Television

ট্রাম্পের ওপর হামলায় ক্রুকস ব্যবহার করেছিলেন ‘এআর-১৫’ রাইফেল

গতকাল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা মূল হোতা থমাস ক্রুসক। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে তার ছোঁড়া বন্দুকের বুলেটে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়।

নিহত বন্দুকধারী থমাস ক্রুসক ট্রাম্পের ওপর হামলা চালানোর জন্য যে রাইফেলটি ব্যবহার করেছিলেন, সেটির নাম ‘এআর-১৫’। রাইফেলটি সেমি অটোমেটিক ও লাইটওয়েট ক্যাটেগরির। রাইফেলটির নির্মাতা প্রতিষ্ঠান কোল্ট’স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারা জানিয়েছেন, থমাস ক্রুকস যে এআর-১৫ রাইফেলটি ব্যবহার করেছিলেন, সেটি বৈধভাবেই কেনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ক্রুকসের বাবা রাইফেলটি কিনেছিলেন।

/এআই  

Exit mobile version