Site icon Jamuna Television

ট্রাম্পের গুলির ঘটনার ছবিযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে চীনে

পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। গুলি ট্রাম্পের ডান কান ছিদ্র করে বের হয়ে যায়। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চীনা অনলাইন ব্যবসায়ীরা ওই ঘটনার ছবি সংবলিত টি-শার্ট বিক্রি শুরু করেছেন। সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা হামলার পর এই চাহিদা আরও দ্রুত বেড়েছে। কারণ টি-শার্ট কারখানাগুলো শুধু ওই হামলার পর ট্রাম্পের ছবিগুলো ডাউনলোড করেছে এবং তাদের ডিজিটাল প্রিন্টিং ক্ষমতা ব্যবহার করে দ্রুত পণ্যগুলো উত্পাদন করেছে।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হলেও প্রাণে বেঁচে যান ট্রাম্প। এ ঘটনায় সমাবেশে উপস্থিত একজন সমর্থক ও হামলাকারী নিহত হয়েছেন।

/এআই

Exit mobile version