Site icon Jamuna Television

দ্বিতীয় দফা সংলাপে গণভবনে ঐক্যফ্রন্ট নেতারা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে ফের সংলাপে বসতে গণভবনে প্রবেশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বেলা ১১টায় শুরু হতে যাওয়া আলোচনায় ইতোমধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা সেখানে পৌঁছেছেন।

খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা আবারও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন নেতারা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিও দেয়ার কথা জানিয়েছেন নেতারা।

এছাড়া গতকাল ঐক্যফ্রন্টের সমাবেশে ড. কামাল হোসেনসহ শীর্ষ নেতারা ৭ দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে তফসিল ঘোষণার সময়সীমা পেছানোর কথাও বলেন তারা। আর সরকার দাবি না মানলে, রোডমার্চ করবে বলে জানানো হয়েছে।

১ নভেম্বর প্রথম দফা বৈঠকে অংশ নেন ঐক্যফ্রন্টের ২০ নেতা। তাতে আলোচনা সন্তোষজনক না হওয়ায় নতুন করে বসতে চিঠি দেয় ঐক্যফ্রন্ট।

আজকের সংলাপে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলে যে ১১ জন থাকবেন, তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, আব্দুস সোবহান গোলাপ, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

অন্যদিকে

Exit mobile version