Site icon Jamuna Television

ঢাবিতে সংঘর্ষ: উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের শতাধিক আহত হয়েছেন। এ উত্তাল পরিস্থিতিতে ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি।

আজ সোমবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৫টায় প্রাধ্যক্ষদের এই বৈঠক বসে।

বৈঠকে উপস্থিত জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

এর আগে, আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। এর মধ্যে বিজয় একাত্তর হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ক্যাম্পাসের কয়েকটি হলে ভাংচুর করা হয়। ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

ছাত্রলীগের দাবি, তাদের ১০০ কর্মী আহত হয়েছেন। আর কোটা আন্দোলনকারীদের দাবি, তাদের প্রায় দুইশ জন আহত হয়েছেন।

মারামারির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘের্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন প্রায় দুইশ জন।

/এএম

Exit mobile version