Site icon Jamuna Television

‘ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কোনো ইচ্ছা নেই পুতিনের’

ফাইল ছবি

হত্যাচষ্টার পর আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখনও দেখা করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যোগাযোগের কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানান, ট্রাম্পকে রাজনীতিচ্যুত করার অনেক রকম চেষ্টার পর তার জীবনের ওপর এ হুমকি ছিল আসন্ন। ট্রাম্পের ঘটনার পর পুতিনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তাব করা হলেও তা নাকচ করে দেন রুশ প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার পর বিশ্বনেতারা সমবেদনা জানালেও বাদ আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও রিপাবলিকান এই প্রার্থীর কোনো খোঁজ নেননি পুতিন। যোগাযোগের কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সময় মোতাবেক গত শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার সময় হামলাকারীর গুলিতে আহত হন ট্রাম্প। এতে আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি।

/এএম  

Exit mobile version