Site icon Jamuna Television

রাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিশিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিয়াশীল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ক্যাম্পাসের আট বাম ছাত্র সংগঠন। সোমবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় ছাত্রলীগের হামলার সুষ্ঠু বিচার না হলে আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে, আজ সন্ধ্যায় বাম সংগঠনের পাঁচ নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন তারা।

/এএম

Exit mobile version