Site icon Jamuna Television

ভারতে ঝর্ণায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার

প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে ভারতের আনজানারি ঝর্ণায় আটকে পড়া পর্যটকদের। সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড।

জানা গেছে, বনবিভাগের নিষেধাজ্ঞা অমান্য করেই ঝর্ণায় ওঠে পর্যটকরা। হঠাৎ অতিবৃষ্টিতে বেড়ে যায় ঝর্ণার পানি। মুহূর্তেই জীবন সংকটে পড়ে ভ্রমণপ্রেমি দলটি। এ ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানায় বন কর্মকর্তারা। একজনের পেছনে আরেকজন হাতে হাত দিয়ে ‘মানব শেকল’ বানিয়ে পর্যটকদের উদ্ধার করে নিরাপত্তাবাহিনীর কর্মীরা।

প্রসঙ্গত, ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরে অবস্থিত বিপদজনক এ ঝর্ণাটিতে প্রায় সবসময়ই থাকে কতৃপক্ষের কড়াকড়ি।

/এএম

Exit mobile version