Site icon Jamuna Television

কানে ব্যান্ডেজ নিয়েই সম্মেলনে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প

কানে ব্যান্ডেজ নিয়েই সম্মেলনে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনি সমাবেশে হামলার শিকার হওয়ার পর সোমবারই প্রথম জনসমক্ষে এলেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১০ টায় রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের ভেন্যু মিলওয়াকিতে পৌঁছান। ভেন্যুতে পৌঁছেই সতীর্থ ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

ট্রাম্পকে দেখে তার সমর্থরা স্লোগান দিতে থাকে, ‘ফাইট! ফাইট! ফাইট! বলে।

মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে আবারও সাহস যোগান দলকে। সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে কনভেনশন ২ দিন পেছানোর প্রস্তাব দেয়া হলেও তাতে সায় দেয়নি ট্রাম্প। হামলার পরদিনই সম্মেলনে যোগ দিতে মিলওয়াকি পৌঁছান এই নেতা।

/এআই

Exit mobile version