সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ভয়াবহ হামলা হয়। এই হামলার পর মার্ভেলের সুপারহিরো চরিত্র আয়রন ম্যানের মতো ‘ধাতব স্যুট’ তৈরি করতে চান টেসলার মালিক ইলন মাস্ক। মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিজের নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে ইলন মাস্ক বলেন, ‘হয়তো এখন সেই উড়ন্ত ধাতব স্যুট তৈরির সময় এসেছে।’
মাস্ক বলেন, ‘সামনে অনেক বিপদ রয়েছে। ‘গত আট মাসে’ দুই ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন।’ টেক্সাসে অবস্থিত টেসলার সদর দফতর থেকে মাত্র ২০ মিনিট গাড়ি চালানোর দূরত্ব থেকে তাদের বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন মাস্ক।
ট্রাম্পের হত্যাচেষ্টার পরপরই এমন মন্তব্য করলেন মাস্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রতি ‘পুরোপুরি’ সমর্থন দিয়েছেন তিনি।
/এআই

