
ফাইল ছবি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক অফিসারসহ চার সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) রাতে রাজ্যটির দোদা জেলায় ঘটে এই গোলাগুলির ঘটনা। খবর দেশটির একাধিক গণমাধ্যমের।
দেশটির গণমাধ্যম জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোদার বনের ভেতর যৌথ অভিযান চালানো হয়। এসময় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেনা সদস্যদের। তুমুল গোলাগুলির মধ্যে ঘটে হতাহতের ঘটনা।
হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর টাইগার্স’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এর আগে, গত সপ্তাহে জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে পাঁচ সেনা নিহত হয়। সড়কে টহল দেয়ার সময় হামলার শিকার হন সেনা সদস্যরা।
/এএম
 
				
				
				
 
				
				
			


Leave a reply