Site icon Jamuna Television

এনইউজে’র নতুন কমিটি ঘোষণা

রূপগঞ্জ করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আহসান সাদিক শাওন (চ্যানেল টুয়েন্টিফোর)।

সোমবার রাতে নির্বাচন কমিটির সদস্য সাংবাদিক বিমল রায় (একুশে টেলিভিশন), ড. রুমন রেজা (চ্যানেল আই) ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে, দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে ভোট প্রয়োগ করেন ইউনিয়নের সদস্যরা। মোট ১১টি পদে নির্বাচনে লড়েন ২২ জন প্রার্থী। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে জয় পেয়েছেন সহ সভাপতি পদে ইমামুল হাসান স্বপন (খবরের পাতা), যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় ( যমুনা টেলিভিশন), অর্থ সম্পাদক শওকত এ সৈকত (সময় টিভি)। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন), সাবিত আল হাসান (আজকের পত্রিকা), আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা), হাসান উল রাকিব (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), শরীফ উদ্দিন সবুজ (সমকাল) এবং রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি)।

/এএস

Exit mobile version