Site icon Jamuna Television

বগুড়ায় যমুনা টেলিভিশনের রিপোর্টারসহ ৫ সাংবাদিকের ওপর হামলা

বগুড়ার কোটা আন্দোলনাকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যমুনা টেলিভিশনের সাংবাদিক মেহেরুল সুজনসহ আরও কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) জেলার সাথমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় মেহেরুল সুজনের মাথা ফেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মেহেরুল সুজন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বগুড়া ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ বলেন, মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের মেহেরুল সুজন, দৈনিক করতোয়ার ফটোসাংবাদিক সফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক বিমু রহমান, গাজী টেলিভিশনের ক্যামেরাপারসন এনামুল হক ও একটি অনলাইনে কর্মরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

/আরএইচ

Exit mobile version