Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে রাশিয়ার অ্যান্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি

মার্কিন যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ক্রয়-বিক্রয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রুশ অ্যান্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি। বাইডেন প্রশাসন কোম্পানিটির সকল প্রকার সফটওয়্যার বাজারজাত ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিলে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ব্যবসার সুযোগ নষ্ট হওয়াতে তাদের সেখানে ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। তবে এই সিদ্ধান্তকে দুঃখজনক এবং কঠিন বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

প্রতিষ্ঠানটির বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো গত মাসে বলেছিলেন, কোম্পানির ওপরে মস্কোর প্রভাব যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনায় উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২০ জুলাই থেকে ক্রমান্বয়ে তারা তাদের কার্যক্রম বন্ধ করা শুরু করবে। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা শুধু যুক্তরাষ্ট্র থেকে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। 

এর আগে, গত জুনে যুক্তরাষ্ট্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ক্যাসপারস্কি সফটওয়্যারকে নিষিদ্ধ করে বাইডেন প্রশাসন। 

/এআই

Exit mobile version