Site icon Jamuna Television

হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেছেন কিছু সংখ্যক শিক্ষার্থী। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিজয় একাত্তর হল, রোকেয়া হল, কবি জসীম উদ্দিন হল, মাস্টার দা সূর্যসেন’সহ প্রায় সব হল থেকেই বের হচ্ছেন শিক্ষার্থীরা। তাদের ব্যাগ গুছিয়ে হল ছাড়তে দেখা গেছে। 

এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা দেয় ইউজিসি। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজও। বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এর আগে, রক্তক্ষয়ী একটি দিন দেখে, দেশবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে, মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। শিক্ষার্থীদের অবরোধে অনেকটা স্থবির হয়ে পড়ে রাজধানী। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, বরিশালে ছাত্রলীগ ও পুলিশের সাথে দফায়-দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।

নিহতদের স্মরণে আজ, রাজু ভাস্কর্যের সামনে, পড়ানো হবে গায়েবানা জানাজা। এরপর, কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিরাপত্তা বজায় রাখতে; ঢাকা-চটগ্রামসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি।

/এএস

Exit mobile version