Site icon Jamuna Television

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ফাইল ছবি।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। 

তবে হল না ছাড়ার ঘোষণা দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। সেখানে তারা ‘প্রসাশনের সিদ্ধান্ত মানি না ,মানবো না’, ‘হল আমাদের ঠিকানা ,আমরা হল ছাড়বো না’ বলে স্লোগান দিতে থাকে।

/এমএইচ

Exit mobile version