Site icon Jamuna Television

শিক্ষার্থীদের হত্যা, হামলার প্রতিবাদে ঢাবিতে শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, তাদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ হিসেবে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের ওপর এরকম আঘাত মেনে নেয়া যায় না। এই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানান। তারা বলেন, কোটা সংস্কার যৌক্তিক বিষয়। সরকারের এই বিষয়ে আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানানো উচিত।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনে আটক দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপিড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা। রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে প্রথম বর্ষের দুই শিক্ষার্থী ইংরেজী বিভাগের শরিফুল ইমসলাম, দর্শনের মেহেদী হাসানকে পুলিশের হাতে ধরিয়ে দেয় প্রতিপক্ষের ছাত্ররা। পরে বিক্ষুব্ধ শিক্ষকরা শাহবাগ থানায় যান। সেখানে চলতে থাকে বাগবিতণ্ডা। পরে ওই দুই শিক্ষার্থীকে শিক্ষকদের হাতে তুলে দেয় পুলিশ।

/এএস

Exit mobile version