Site icon Jamuna Television

কোটা আন্দোলন নিয়ে অভিনেতা শাকিব খানের পোস্ট

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছেন সুপারস্টার শাকিব খান।

স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) ২টা ১৪ মিনিটে শাকিব খান পোস্ট করেন কোটা আন্দোলন নিয়ে। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাত্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।’

তিনি আরও লিখেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুণ। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

/এআই

Exit mobile version