Site icon Jamuna Television

জবি শিক্ষার্থীদের তোপের মুখে হলে থাকার অনুমতি দিলো প্রভোস্ট

ফাইল ছবি।

মাহমুদুল হাসান ইমন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষা কার্যক্রম ও হল বন্ধের ঘোষণার পরে শিক্ষার্থীদের তোপের মুখে তাদেরকে পুনরায় হলে থাকার অনুমতি দিয়েছে প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার মোবাইল ফোনেও অনুমতির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের সকল দাবি ( গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফট, ইন্টারনেট, ক্যান্টিনসহ পূর্বের ন্যায় নিরাপত্তা) মেনে নেয়া হলো এবং তাদেরকে হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেয়া হলো।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস ও হল প্রাঙ্গণ। হল ছাড়ার ওই নির্দেশের প্রতিবাদ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এরপরেই এমন সিদ্ধান্ত জানায় হল কর্তৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version