Site icon Jamuna Television

সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে আগামী শনিবারের (২০ জুলাই) সহকারী জজ নিয়োগের (১৭শ বিজেএস) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উদ্ভূত বিশেষ পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ২০ জুলাই অনুষ্ঠিতব্য ১৭শ লিখিত পরীক্ষা তারিখ ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। লিখিত পরীক্ষার পরবর্তী তারিখ ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

/আরএইচ

Exit mobile version