Site icon Jamuna Television

জাবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা শুরু হয়েছে বলে জানা গেছে। এতে কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর থেকেই পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ শুরু করে।

এর আগে, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।এছাড়া, বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় প্রশাসনিক ভবনের কাচ ও সামনে থাকা চেয়ার ভাঙচুর করেন তারা।

/এএম

Exit mobile version