Site icon Jamuna Television

কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ক্রিকেটার তামিম ইকবাল। বুধবার (১৭ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

পোস্টে তিনি লিখেছেন, আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।

তামিম আরও লেখেন, কোনো র’ক্ত’পা’ত, কোনো মৃ’ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং’ঘা’ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

উল্লেখ্য, কোটা আন্দোলন ইস্যুতে দেশের ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক তারকা নিজেদের মন্তব্য জানান সামাজিক যোগাযোগমাধ্যমে। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, অপু বিশ্বাস, বুবলি, পরীমনি, মেহের আফরোজ শাওন, মিষ্টি জান্নাত, রুনা খান, রওনক হাসান, নিলয় আলমগীর, মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুন, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামসহ অনেকেই জানান নিজেদের মন্তব্য।

/এমএইচআর

Exit mobile version