Site icon Jamuna Television

কোটা আন্দোলনকারীদের বৃহস্পতিবারের কর্মসূচিতে বিএনপির সমর্থন

কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। বুধবার (১৭ জুলাই) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র-যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নোংরা ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ক্ষমতাসীনরা নাটক করে অনাচার ও দুঃশাসন আড়াল করতে পারবে না। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচিতে দেশের আপামর জনগণকে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।

এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন: কোটা আন্দোলন: নতুন কর্মসূচি ঘোষণা

/আরএইচ/এমএন

Exit mobile version