Site icon Jamuna Television

রাজবাড়ীতে বিএনপি’র ২৭ নেতাকর্মী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আমিনুল হক এ আদেশ দেন।

জানা গেছে, এ মামলায় উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নিয়েছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। যার মেয়াদকাল ছিল গতকাল ৬ নভেম্বর পর্যন্ত। ৭ নভেম্বর আদালতে ২৭ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাৎক্ষণিক সংবাদকর্মীদের কে বলেন, অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের কে মুক্তি দিতে হবে।

Exit mobile version