Site icon Jamuna Television

যাত্রাবাড়ী এলাকায় থমথমে পরিস্থিতি

সকাল থেকে যানবাহন চলছে না রায়েরবাগ এলাকায়।

সংঘর্ষ থামলেও ভোর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। যাত্রাবাড়ী মোড় থেকে চিটাগং রোড পর্যন্ত অন্তত ৪ জায়গায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা পড়েছে শতশত যানবাহন। ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী সাধারণ মানুষ। ওই এলাকায় আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে, ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়। বুধবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতেও সড়কে আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা গেছে। সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

/এএম

Exit mobile version