Site icon Jamuna Television

ওমানে মসজিদের কাছে হামলার দায় স্বীকার আইএসের

ওমানে মসজিদের কাছে হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এক বিবৃতিতে এই দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠীটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এদিকে, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। নিহতদের মধ্যে চারজন পাকিস্তানি নাগরিক। রয়েছেন একজন পুলিশ সদস্যও। সোমবারের ওই হামলায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। পবিত্র আশুরা সামনে রেখে সোমবার মাসকাটের আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের কাছে ওই হামলা হয়।

কর্তৃপক্ষ জানায়, তিনজন ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ওই হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে ওই হতাহত হয়। হামলার পরপরই সতর্কতা জারি করা হয় পুরো এলাকায়। ওমানে এমন সহিংসতার ঘটনা বিরল।

/এএম

Exit mobile version