Site icon Jamuna Television

‘হামাসের হামলা আর আর্জেন্টিনায় ঘটা সন্ত্রাসী হামলার মধ্যে কোনো তফাত নেই’

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। ফাইল ছবি

ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলাকে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। বুধবার (১৭ জুলাই) ওই হামলার ৩০তম বার্ষিকীতে কথা বলেন কট্টর ডানপন্থী এই নেতা। খবর আল জাজিরার।

হামলার পেছনে ইরানের কর্মকর্তাদের দায়ী করে বিচারপ্রক্রিয়া শুরুর লক্ষ্যে একটি আইন প্রণয়ণের পরিকল্পনা জানান তিনি। গাজায় হামাসের হাতে জিম্মিদের মধ্যে আট আর্জেন্টিনার নাগরিক রয়েছেন বলেও জানান। অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন মিলেই।

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ১৮ জুলাই বুয়েন্স আয়ার্সের জিউইশ সেন্টারের (জেসিসি) সামনে চালানো হয় হামলা। ট্রাক বিস্ফোরণে মৃত্যু হয় ৮৫ জনের। এর দুই বছর আগে বুয়েন্স আয়ার্সে ইসরায়েলের দূতাবাসে হামলায় ২৯ জনের মৃত্যু হয়।

দুটি হামলার পেছনেই ইরানকে দায়ী করেছিল আর্জেন্টিনা। অস্বীকার করেছিল তেহরান। ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।

/এএম

Exit mobile version