Site icon Jamuna Television

কোটা আন্দোলন ইস্যুতে আবেগঘন স্ট্যাটাস স্বস্তিকা মুখার্জির

কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্রীড়া ও শোবিজ তারকারাও। সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব তারা। এবার কোটা আন্দোলন প্রসঙ্গে মুখ খুলেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। জানালেন, ভীষণ অস্থির লাগছে তার। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহের পাশাপাশি ঢাকা শহরের সাথে নিজের সখ্যতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি হৃদ্যতাও প্রকাশ করেন স্বস্তিকা।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্বস্তিকা লেখেন, এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা’ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া।

নিজের মনের বিষাদময় অবস্থায় অভিনেত্রী লেখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলোও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলোও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। এমন এক আপ্যায়নপ্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব।

এমন পরিস্থিতিতে অভিনেত্রীর অস্থির লাগছে জানিয়ে লেখেন, আজ ভীষণ অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-সেই আমাদের আলো…আলো হোক…ভাল হোক সকলের।


পোস্টের ভেতরে পাঁচ লাইনের একটি কবিতাও দেখা যায়, যেখানে লেখা
‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়
দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ
তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া ?
নিচু হয়ে বসে হাতে তুলে নিই
তোমার ছিন্ন শির, তিমির।’

স্বস্তিকার মতামতকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই। বাংলাদেশের একজন লিখেছেন, আপনার প্রতি আমাদের সশ্রদ্ধ ভালোবাসা কৃতজ্ঞতা। আরেকজন লেখেন, ধন্যবাদ দিদি। প্রার্থনায় রেখো আমাদের সন্তানদের। ইতিবাচক মন্তব্য দেখা যায় ওপার বাংলার নেটিজেনদের থেকেও।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে একাধিক দেশীয় তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, অপু বিশ্বাস, বুবলি, পরীমনি, মেহের আফরোজ শাওন, মিষ্টি জান্নাত, রুনা খান, রওনক হাসান, নিলয় আলমগীর, মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুন, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামসহ অনেকেই জানান নিজেদের মন্তব্য।

/এমএইচআর

Exit mobile version