Site icon Jamuna Television

কোটা সংস্কারের এক দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি

কোটা সংস্কারের এক দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে। বেলা ১১ টার দিকে শহরের শাপলা চত্ত্বর এলাকায় বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থী’রা জড়ো হন।

এসময় শাপলা চত্ত্বর এলাকার চারপাশের সড়কে ব্যারিকেড দিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাৎক্ষণিকভাবে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। বিক্ষোভে খাগড়াছড়ি সরকারি কলেজ, মহিলা কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা কোটা সংস্কারসহ কুবি, জাবি ছাড়াও সারাদেশে ছাত্র সমাজের উপর মর্মান্তিক সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান।

এদিকে বিক্ষোভের কারনে শাপলা চত্ত্বর এলাকার আশপাশে গাড়ি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিক্ষোভকারীরা জানান, শাট ডাউন কর্মসুচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছেন। শান্তিপূর্ণভাবে এ কর্মসুচিতে সকলকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

/আরআইএম

Exit mobile version