Site icon Jamuna Television

সাভারে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, আহত ২৫

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাভারের পাকিজা মোড়, আমিনবাজার, নবীনগরসহ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নেয়।

এরপর পুলিশ তাদের সড়িয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় দুপুরে পাকিজা মোড়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেন। এতে অন্তত ২৫ জন আহত হয়।

অন্যদিকে সকালে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক বন্ধ করে দেয়। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এতে কয়েকজন আহত হন।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহহিল কাফি বলেন, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

/আরএইচ

Exit mobile version