Site icon Jamuna Television

তফসিলের আগে আর কোন বৈঠক না করার আওয়ামী লীগের সুপারিশ: ইসি সচিব

তফসিলের আগে আর কোন বৈঠক না করার জন্য আওয়ামী লীগ সুপারিশ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। সন্ধ্যায় রাজনৈতিক দল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিতেও দাবি জানিয়েছে।

ইসি সচিব বলেন, তফসিল পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হবে।

Exit mobile version