Site icon Jamuna Television

রামপুরার বিটিভি অফিসে আগুন

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এরপর টেলিভিশন স্টেশনের ভেতরে ঢুকে যায় তারা। এসময় সাময়িকভাবে সম্প্রচার বন্ধ থাকে বিটিভির। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সকাল থেকেই রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী।

সকাল সাড়ে ১০টা থেকেই রামপুরা-বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে পুলিশ পিছু হটে। পরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা। কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬২ পুলিশ সদস্যকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে র‍্যাব।

/এমএইচআর

Exit mobile version