Site icon Jamuna Television

সাভারে দিনভর উত্তেজনা, শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

ঢাকার সাভারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ৩টার দিকে হাসপাতালে নিয়ে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. ইয়ামিন (২৪)। তিনি রাজধানীর মিরপুরের এমআইএসটির শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, নিহত শিক্ষার্থীর পিঠে গুলির চিহ্ন ছিল।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এ সময় ঢাকা–আরিচা মহাসড়কের উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

/আরএইচ

Exit mobile version