Site icon Jamuna Television

কোটা ইস্যুতে আপিল বিভাগে শুনানি রোববার

ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার (২১ জুলাই) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) চেম্বার জজ আদালত এই আদেশ দেন। রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে, আজ দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, কোটা ইস্যুতে আপিল বিভাগের শুনানি এগিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আবেদন করা হবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব: দুই মন্ত্রীকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বহালে গত ৫ জুনে রায় দেন হাইকোর্ট। তবে, কোটাব্যবস্থা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে। পরে গত ১৪ জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও দেন তারা।

গত ১০ জুলাই হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতিবস্থাও দেয় আপিল বিভাগ। পরে গত ১৬ জুলাই লিভ টু আপিল করে সরকার।

/আরএইচ

Exit mobile version