Site icon Jamuna Television

সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ ৯৩ শতাংশ, প্রজ্ঞাপন জারি

কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় তিনি বলেন, আপিল বিভাগের রায় পূর্ণাঙ্গ পরিপালন করেছে সরকার। রায় অনুয়ায়ী পরীক্ষার মাধ্যমে চাকরিতে সরাসরি নিয়োগের জন্য ৯ম থেকে ২০তম গ্রেডে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য। এক শতাংশ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং বাকি এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য।

কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে নিয়োগ দেয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন আনিসুল হক।

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের। এছাড়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হলে তা বিবেচনা করবে সরকার।

ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, সহিংসতায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আক্রান্ত হয়। আক্রমণকারীদের প্রতিহত করতে গিয়েই হতাহতের ঘটনা ঘটেছে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। তারাও এ সময় কথা বলেন।

/এমএন

Exit mobile version