Site icon Jamuna Television

সহিংসতায় জড়িতদের কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িতদের কঠোর হস্তে দমন করার কথা আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা একযোগে কাজ করছে। কারফিউ জারির পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টা নাগাদ রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি এ কথা জানান।

তিনি জানান, বুধ ও বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

আসাদুজ্জামান খান বলেছেন, বুধবার থেকে পণ্যবাহী ট্রাক চলবে, সেই সাথে নিজ দায়িত্বে গার্মেন্টস খুলতে পারবেন মালিকরা। পোশাক শ্রমিকদের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শও দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার হামলা মোকাবেলায় গোয়েন্দা সংস্থাসহ সাইবার সিকিউরিটি টিম কাজ করছে। এছাড়া বুধবার থেকে সব কিছু সচল রাখতে সচেষ্ট থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। চলমান পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এমএন

Exit mobile version