Site icon Jamuna Television

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান কিম চিটেল। মঙ্গলবার সরে দাঁড়ান তিনি। বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পদত্যাগপত্রে, ট্রাম্পের সমাবেশে নিরাপত্তা ত্রুটির পূর্ণ দায় স্বীকার করেন কিম। বলেন, ভারাক্রান্ত হৃদয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবসময় এজেন্সির দায়িত্বপালনকে অগ্রাধিকার দিয়েছেন বলেও জানান।

ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় সোমবার শুনানি অনুষ্ঠিত হয় মার্কিন কংগ্রেসে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরাই কিমকে পদ ছাড়ার আহ্বান জানান। সিক্রেট সার্ভিসে কিমের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শিগগিরই নতুন পরিচালক নিয়োগের কথাও বলেন। আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বপালন করবেন এজেন্সির ডেপুটি পরিচালক রোনাল্ড রোয়ে।

/এআই

Exit mobile version