Site icon Jamuna Television

স্থবিরতা কাটিয়ে কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

সূর্য উঠার পর থেকেই রাজধানীর সড়কে বেড়েছে মানুষের চলাচল। গত ৩ দিন সাধারণ ছুটি থাকার পর আজ খুলছেন সব অফিস-আদালত।ফলে গত কয়েকদিনের তুলনায় আজ বেশ কর্মচঞ্চল রাজধানীর সড়কগুলো।

বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল। ফলে সকাল থেকেই সড়কে দেখা যাচ্ছে রিকশা-সিএনজি। চোখে পড়ছে হাতে গোনা কয়েকটি বাসও।

অফিস আদালত খোলায় খেটে খাওয়া মানুষদের মুখেও ফুটেছে স্বস্তির হাসি। যাত্রী মিললে পেট চলবে তাদের। অফিসগামীরাও জানালেন স্বস্তির কথা। আবারও কর্মস্থলে ফিরে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান তারা। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা করছেন সবাই।

/এএস

Exit mobile version