Site icon Jamuna Television

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে, ক্যাপিটাল হিলে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী ইহুদিরা। বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে প্রতিবাদ জানান তারা। ‘জিউস ভয়েজ ফর পিস’ আয়োজন করে এই বিক্ষোভের। বেশ কয়েকজন বিক্ষোভকারীদের আটক করাও হয়েছে।

এদিন, মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এছাড়া, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিবেন। এরপর পৃথক আলোচনায় বসবেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে। দেশটির চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সাথেও নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে।

/এআই

Exit mobile version