Site icon Jamuna Television

কাল রাজশাহী অভিমুখে ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেছেন, তফসিল ঘোষণার কারণে কাল রাজশাহী অভিমুখে ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত, তবে ৯ নভেম্বর রাজশাহীর গণকপাড়া মোড়ে ঐক্যফ্রন্টের সমাবেশ হবে। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বিদায় জানাতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির গুলশান কার্যালয়ে আসেন। তিনি সেখানে বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করেন। চলে যাবার সময় বিএনপি নেতাদের ধরপাকড়ের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যফ্রন্টের আন্দোলন অব্যাহত থাকবে।

Exit mobile version