Site icon Jamuna Television

চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় ব্যাপক সামরিক প্রশিক্ষণ তাইওয়ানের

বার্ষিক মহড়ার অংশ হিসেবে ব্যাপক সামরিক প্রশিক্ষণ চালালো তাইওয়ান। বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেনঘু দ্বীপে ‘লাইভ ফায়ার ড্রিল’ চালায় তাইপের সেনারা। ‘হান কুয়াং’ নামের এই সামরিক মহড়ায় এবার সত্যিকারের যুদ্ধের আদলে সেনাদের প্রশিক্ষণ দেয়া হয়।

প্রতিকূল পরিবেশ এবং শত্রুপক্ষের হামলা চালকালে কীভাবে ট্যাংক নিয়ে অগ্রসর হতে হয়; সেই প্রশিক্ষণও দেয়া হয়। এছাড়াও শেখানো হয় মিসাইল হামলা প্রতিহতের কৌশলও।

চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় তাইওয়ানের এই প্রস্তুতি। প্রতিবছর, চীনের নিকটবর্তী দ্বীপগুলোয় এমন লাইভ ফায়ার ড্রিলের আয়োজন করে তাইওয়ান।

/এআই

Exit mobile version