Site icon Jamuna Television

‘বিটিভির বেশিরভাগ যন্ত্রপাতি জ্বালিয়ে দেয়া হয়েছে’

নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন- বিটিভিতে। এমন দুর্বৃত্তদের চিহ্নিত করে, শাস্তির আওতায় আনতে হবে। এমনটা জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বুধবার (২৪ জুলাই) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত রামপুরার বিটিভি ভবন পরিদর্শন করে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারের বেশিরভাগ যন্ত্রপাতি জ্বালিয়ে দেয়া হয়েছে। বিটিভির কর্মীরা মানবঢাল হয়ে বাকিটা রক্ষা করেছেন।

বিটিভির নিরাপত্তার প্রতি কর্তৃপক্ষকে আরো মনোযোগী হওয়ার কথা বলেন ড. কামাল। এ সময় বিটিভির মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম বলেন, বিটিভিকে আর আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে না।

/এটিএম

Exit mobile version