Site icon Jamuna Television

পুড়ে গেছে সার্ভার, সেবা শুরুর বিষয়ে অনিশ্চিত বিআরটিএ

সার্ভার পুড়িয়ে দেওয়ায় কবে নাগাদ নাগরিক সেবা শুরু করা যাবে তা বলতে পারছে না বিআরটিএ। নিরুপণ করা যায়নি ক্ষতির পরিমাণও। বুধবার (২৪ জুলাই) মহাখালি কার্যালয়ের নিচে অস্থায়ী দফতর চালু করেছে সংস্থাটি।

গত ১৮ ও ১৯ জুলাই দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালায় রাজধানীর মহাখালিতে অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ অফিসে। আগুন দেওয়া হয় নিচ থেকে পাঁচতলা পর্যন্ত। এতে ভবনটির ইলেকট্রিক ও এসি সিস্টেম থেকে শুরু করে দাফতরিক বহু জিনিস পুড়ে যায়।

বুধবার কার্যালয়ের নিচে প্যান্ডেল তৈরি করে অস্থায়ী দফতর শুরু করেন চেয়ারম্যানসহ কর্মকর্তা ও কর্মচারিরা। তারা জানান, হামলার সময় কম্পিউটার, টিভি মনিটর, প্রিন্টারসহ অনেক মূল্যবান দ্রব্য লুট করা হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানতে সাত সদস্যের কমিটি কাজ শুরু করেছে বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল।

/এএস

Exit mobile version