Site icon Jamuna Television

লাশের ওপর দিয়ে বিএনপি-জামায়াত ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেছে: কাদের

ফাইল ছবি।

কোটা সংস্কার আন্দোলনের সারি সারি লাশের ওপর দিয়ে বিএনপি ও জামায়াত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারাদেশে সম্প্রতি যারা নির্মম ঘটনা ঘটিয়েছে, তাদেরকে হত্যার দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে মহানগর উত্তরের চার সংসদীয় আসনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকে ওবায়দুল কাদের দলের নেতাদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসীদের ঢাকায় জড়ো করে ধ্বংসজজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত। বিদেশি বন্ধুরাও প্রধানমন্ত্রীর স্বপ্নের মেগা প্রজেক্টগুলোর ওপর চালানো তাণ্ডব দেখে স্তম্ভিত হয়েছেন।

এই সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী নেবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

/এমএন

Exit mobile version