Site icon Jamuna Television

‘লন্ডন থেকে ছাত্রলীগ ও পুলিশ মারার নির্দেশনা দেয়া হয়েছিল’

লন্ডন থেকে বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকি নির্দেশ পান ছাত্রলীগ মারলে ৫ হাজার, পুলিশ মারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। নাশকতার ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি এমন তথ্য দিয়েছে বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুণ অর রশিদ।

বুধবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

হারুণ অর রশিদ জানান, নাশকতার ব্যাপারে আব্দুল আজিজ নামের এক আসামিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছেন তারা। তিনি বলেন, পুলিশের মনোবল ভেঙে দেয়ার জন্য স্বাধীনতা বিরোধীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে।

এই গোয়েন্দা কর্মকর্তার দাবি, নাশকতাকারীরা দেশকে পাকিস্তানি কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ সদস্যদের যারা হত্যা করেছে তাদের নাম, নম্বর পাওয়া গেছে। তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তাদের দ্রুতই গ্রেফতার করা হবে।

তিনি বলেন, ২৮ অক্টোবরের যারা বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল তাদের খুঁজে খুঁজে বিএনপি দলীয় পোস্ট দেয়। তারাই এবার সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।

/এটিএম

Exit mobile version