Site icon Jamuna Television

আন্দোলনে হেলিকপ্টার থেকে কোনো গুলি বর্ষণ করা হয়নি: র‍্যাবের দাবি

কোটা সংস্কার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি বর্ষণ করা হয়নি বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মুনিম ফেরদৌস।

র‍্যাবের মুখপাত্র জানান, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছিল। রাস্তা অবরোধ, বিশৃঙ্খলাকারী ও আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলাবাহিনী সহনীয় থেকে চেষ্টা চালিয়ে যায়।

এ সময় আকাশ পথে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এ সময় কোনো ধরনের মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে দাবি মুনিম ফেরদৌসের।

/এমএন

Exit mobile version