Site icon Jamuna Television

নারী এশিয়া কাপ: শুক্রবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ফাইল ছবি

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল টাইগ্রেসদের। পরে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমি নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল।

সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত হওয়ায় চিন্তার ভাজ রয়েছে বাংলাদেশ শিবিরে। কেননা এই দলের বিপক্ষেই কিছুদিন আগেই ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা রয়েছে রাবেয়া-স্বর্ণাদের। তবে সব ছাপিয়ে ফাইনালের লক্ষ্যেই মাঠে নামার পরিকল্পনা টাইগ্রেসদের।

প্রসঙ্গত, নারী এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিপরীতে ২০১৮ সালে প্রথমবার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ।

/এনকে

Exit mobile version