Site icon Jamuna Television

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির মাধ্যমে আংশিক বিজয় অর্জিত হয়েছে: সাধারণ শিক্ষার্থী মঞ্চ

ফাইল ছবি

কোটা সংস্কার করে আদালতের নির্দেশনামতো সরকারের জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। তারা বলছে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) মঞ্চের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিয়ান কাফী প্রতীক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার আদায়ের আন্দোলনে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে তারা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

বিজ্ঞপ্তিতে কোটা সংস্কারের সঙ্গে তাদের আরও কিছু যৌক্তিক বক্তব্য রয়েছে বলে জানানো হয়। এতে মঞ্চটি বলে,

তাদের এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া বলেও প্রত্যাশা করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ।

/এনকে

Exit mobile version