Site icon Jamuna Television

গাজায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ কমলা হ্যারিসের

গাজার মানবিক সংকট এবং ইসরায়েলি আগ্রাসনে নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক টেলিভিশন বিবৃতিতে তিনি বলেন, এই যুদ্ধের ইতি টানার এখনই সময়। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান কমলা হ্যারিস।

কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু গাজার মানবিক সঙ্কট আর নিরীহ বেসামরিকদের প্রাণহানির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছি নেতানিয়াহুর কাছে।

তিনি আরও বলেন, নিশ্চয় এই ঘটনাগুলো এড়িয়ে যেতে পারে না যুক্তরাষ্ট্র। আমি চুপ থাকবো না। প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই– তার জন্যই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।

গাজার মানবিক সংকট মোকাবেলায় নেতানিয়াহুকে জোরালো আহ্বান জানান কমলা। ফিলিস্তিন ইস্যু ছাড়াও বৈঠকে নেতানিয়াহুর সঙ্গে অন্যান্য বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

/এএম

Exit mobile version